LYRIC

অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্‌ বাতাসে ।।
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে,
যারা আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে ।।
সকল গৃহ হারালো যার তোমার তানে তারি বাসা,
যার বিরহের নাই অবসান তার মিলনের আনে ভাষা ।
শুকালো যেই নয়নবারি তোমার সুরে কাঁদন তারি,
ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দুর আকাশে ।।

Comments

SHARE