LYRIC
শিরোনামঃ আসমানি
কথাঃ পল্লী কবি জসীমউদ্দীন
কন্ঠঃ তাহসান
সংগীত আয়োজনঃ সাজিদ সরকার
টেলিফিল্মঃ নীলপরী নীলাঞ্জনা
আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও
রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়িতো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি
একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি;
একটু খানি হাওয়া হলেই ঘর নড়বড় করে
তারি তলে আসমানিরা থাকে বছর ধরে।
পেটটি পুরে পায়না খেতে, বুকের ক’খান হাড়
সাক্ষী দিচ্ছে অনাহারেক’দিন গেছে তার।