LYRIC
শিরোনামঃ আসমানি ফাঁদ
কন্ঠঃ তৌফিক ও ফয়সাল রদ্দি
কথাঃ তৌফিক ও ফয়সাল রদ্দি
সুরঃ তৌফিক ও ফয়সাল রদ্দি
অ্যালবামঃ রাজত্ব
ব্যান্ডঃ রাজত্ব
যাহ্ মেয়ে তুই কি পেলে মোর হবি,
মনের অ্যালবামে দেখ শুধু তোর ছবি,
যাস্না ছেড়ে, যাস্না চলে তোকে আজ কাছে ডাকি,
তোর প্রেমের মায়াজালে CK গ্যাংস্টা কবি।
সকাল থেকে ভেগাবন্ড, রাত বাজে বারোটা,
উড়াধূড়া মন নিয়ে নেড়ে দিলাম কড়াটা।
দিনরাত পূজা তোরি আশেপাশে তোরি ভেরী-
ছন্দে ছন্দে নেচে নেচে শোনাই তোমায় ছড়াটা।
আসমানে তারা দেখি তবু তুমি ছাড়া আলো নেই-
আমারই আকাশ জুড়ে বন্ধু তুমি ছাড়া কোনো তারা নেই।
জানি না কখন এই মন……
ঐ মেয়ে তুই কি পেলে মোর হবি?
চন্দ্র, তারা সবই দেব কোনটা চাস্ সবি পাবি।
শুন্য হিয়ায়, শত মায়ায়-
সবখানে খুঁজে দেখ পাবি আমায়।
যাবি কোথায় পালিয়ে সুযোগটো নেই-
দিবিনা ধরা ফাঁদে তুই উপায়তো নেই-
আসমানে তারা দেখি তুমি ছাড়া আলো নেই-
আকাশ জুড়ে বন্ধু তুমি ছাড়া কোন তারা নেই।
সব ভুলে যাই তবু ভুলিনা তোর সেই প্রিয়মুখ,
হৃদয়জুড়ে থাকে বন্ধু তোর স্পর্শের চেনা সুখ।