LYRIC
শিরোনামঃ বাঁধন
কথাঃ মনা ভাই
সুরঃ মনা ভাই
আবৃতিঃ জিল্লুর রহমান সোহাগ
কন্ঠঃ মিশু খান
সংগীতায়োজনঃ শহরতলী
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
যারে যা ছিড়ে বাঁধন, যারে যা
আজ ছাড়বো না গলা তাই গাইবোনা গান
আজ খুলবো না গলা তাই গাইবোনা গান
আজ নেই কোন বাঁধন তাই নেই আজ অভিমান
আজ নাচবো মাতাল নাচ
বাজাবো না বীণ
আজ লু হাওয়াতে খেলুক জোছনা
তাই চেয়েছি নিতে কিছু দুঃখে ভরা জীবনে।
নিঃশ্বাসে আজ থমকে যেতে চায়
বিশ্বাসে মিলায় অপূর্ণতায়
অশ্রু ঢেলে দেয় অবুজ দু চোখ
নির্ঘুম রাত কাঁদে ছিড়ে বুক।।
তাই চেয়েছি নিতে কিছু দুঃখে ভরা জীবনে।
সুখের পরশ দিলে কিছু আবেশে
ও এ কোন বাঁধনে তুমি আমায় জড়ালে, বাঁধন।
যারে যা ছিড়ে বাঁধন, যারে যা…
আজ ছাড়বো না গলা তাই গাইবোনা গান
আজ খুলবো না গলা তাই গাইবোনা গান
আজ নেই কোন বাঁধন তাই নেই আজ অভিমান
আজ নাচবো মাতাল নাচ
বাজাবো না বীণ
আজ লু হাওয়াতে খেলুক জোছনা
তাই চেয়েছি নিতে কিছু দুঃখে ভরা জীবনে।
তুমি নেই, তোমার বন্ধন পড়ে আছে। এরকম নামতুল্য অসামান্য সামান্য বাঁধন থাকা ভাল। এই ভেবে, এই ভেবে তাকাই নিজের দিকে; দড়ির বাঁধন খুঁজি, কোথায় বাঁধন? তুমি যেন অলিখিত পাথরের দেয়াল দিয়ে এ জীবন জড়িয়ে রেখেছ। তুমি নেই, তবু তোমার দেয়াল পড়ে আছে। এরকম না থাকারও অসামান্য সামান্য দেয়াল থাকা ভাল। এই ভেবে, এই ভেবে তাকাই নিজের দিকে; দুহাতে দেয়াল খুঁজি, দুচোখে বাঁধন। কোথায় দেয়াল, আর কোথায় বাঁধন? তোমার বন্ধন নিয়ে যে সারারাত ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না……