LYRIC
শিরোনামঃ ভাবছে সে
কথাঃ সুমন
কন্ঠঃ সুমন
সুরঃ সুমন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ ত্রিমাত্রিক
রাতটা আজ অন্যরকম, নীরবতার গান
আকাশটা ঘন কালো, জোছনার অভিমান
একটি ছেলে বসে আছে জোছনার অপেক্ষায়
মেঘের মাঝ থেকে উঁকি দেয় চাঁদ, ছেলেটার দুঃখ ভোলায়
কোন এক ছোট্ট শহরে অনেক দূরে
ভাবছে একই কথা একটি মেয়ে একাকী বসে
মনে পড়ে তার পুরোনো কথা – ভালোবাসার
জোছনটা না দেখলে যে তার ঘুম আসে না
ভাবছে সে,
তুমি কী এখন দেখছো এ জোছনা আমার মত
ভাবছে সে,
তুমি কী এখন ভাবছো আমার কথা আগের মত
রাতটা আজ অন্যরকম, এলোমেলো
অশ্রুজলে ভেজা ঝাপসা চোখে চাঁদের আলো
বুকের মাঝে তাদের রয়ে যাওয়া চাপা দুঃখ
স্মৃতির পাতাটায় চোখ বোলায় তারা কি যে কষ্ট
কোন এক জোছনাতে ছিল তাদের ভালোবাসা
সেদিনওত রাতটা ছিল অন্যরকম অনেক আশা
কেন যে সব কিছু ভেঙে গেল অন্যভাবে
তাইতো জোছনাতে স্মৃতিচারন অশ্রুজলে
ভাবছে সে,
তুমি কী এখন দেখছো এ জোছনা আমার মত
ভাবছে সে,
তুমি কী এখন ভাবছো আমার কথা আগের মত
রাতটা আজ অন্যরকম।