LYRIC
শিরোনামঃ বিচার করি চাইয়া দেখি সকলেই আমি
হাছন রাজা
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি
সোনা মামি ! সোনা মামি গো ! আমারে
করিলায় বদনামি
আমি হইতে আল্লা রছুল, আমি হইতে কুল
পাগলা হাছন রাজা বলে, তাতে নাই ভুল
আমা হইতে আসমান জমিন আমি হইতেই সব
আমি হইতে ত্রিজগত্, আমি হইতে সব
আমি হইতে সাউয়াল, আমি আখের জাহের বাতিন
না বুঝিয়া দেশের লোকে, বাসে মোরে ভিন
আমা হইতে পয়দা হইছে, এই ত্রিজগত্
গউর করি চাইয়া দেখ হে, আমারও মত
আক্কল হইতে পয়দা হইল মাবুদ আল্লার
বিশ্বাসে করিল পয়দা, রছুল উল্লার
মম আঁখি হইতে পয়দা, আসমান জমিন
কর্ণ হইতে পয়দা হইছে, মুসলমানী দিন
আর পয়দা করিল যে, শুনিবারে যত
সবদ, সাবদ, আওয়াজ ইত্যাদি যে কত
শরীরে করিল পয়দা, শক্ত আর নরম
আর পয়দা করিয়াছে ঠাণ্ডা আর গরম
নাকে পয়দা করিয়াছে খুশবয় আর বদবয়
আমি হইতে সব উত্পত্তি হাছন রাজা কয়
মরণ জীয়ন নাইরে আমার ভাবিয়া দেখ ভাই
ঘর ভাঙ্গিয়া ঘর বানানি এই দেখিতে পাই
পাগল হইয়া হাছন রাজা কিসেতে কি কয়
মরব মরব দেশের লোক মোর কথা যদি লয়
জিহ্বায় বানাইয়া আছে মিঠা আর তিতা
জীবের মরণ নাই রে দেখ সর্বদাই জীতা
আপন চিনিলে দেখ খোদা চিনা যায়
হাছন রাজায় আপন চিনিয়ে এই গান গায়