LYRIC
শিরোনামঃ বদলে গেছে
কথাঃ আসিফ আজগর রঞ্জন
কন্ঠঃ সুফি ম্যাভেরিক
ব্যান্ডঃ আর্বোভাইরাস
অ্যালবামঃ মন্তব্য নিষ্প্রয়োজন
একা বসে ভাবছো তুমি,
বদলে গেছে এই পৃথিবী,
নাকি সব আছে আগেরই মত,
শুধু বদলে গিয়েছ তুমি,
বদলে গেছে কথারই বলন,
চলার ধরন, পথেরই চলন,
বদলে গেছে স্বপ্ন দেখা, আমাদের চাওয়া-পাওয়া।
বদলে গেছে কাগজের জলছাপ,
বইয়ের পাতায় নিত্য ইতিহাস,
বদলে গেছে চুরির রকমফের,
মানুষের মাঝে প্রতিবাদের প্রকাশ।
বদলে গেছে শহরের আকাশ,
জুড়ে থাকা ফ্লাইওভার-হাজারো তার,
বদলে গেছে দালান কোঠা, ইস্কুলে বসে গাড়ি বেচার হাট।
বদলে গেছে রেইনবোর গলি,
ক্যাসেট থেকে সিডি এখন এমপি থ্রি,
বদলে গেছে আমাদের আন্ডারগ্রাউন্ড,
বদলে গেছে পরিচিত গান।
বদলে গেছে কাদেরের চাপ,
ফুলার রোড আর নিত্য চায়ের স্বাদ,
বদলে গেছে শাহবাগের আড্ডা,
বই না বেচে টি-শার্টের দোকান,
বদলে গেছে রাস্তার ল্যাম্প,
সাদা থেকে হলুদ সোডিয়াম,
বদলে গেছে নীতির সংজ্ঞা,
বদলে গেছে মানুষ বেচার দাম।
কিছুই থাকবেনা আগের মতো এটাই শুধু বদলাবেনা যেন।