LYRIC
শিরোনামঃ বৃষ্টি
কন্ঠঃ সীমন্তিনী রায়
কথাঃ ড.অরুন্ধতী রায়
সুরঃ মনোরঞ্জন দেব
এতো বৃষ্টি বৃষ্টি কি যে শূন্য শূন্য
লাগে মন বাতাসের উচাটনে
(তাই বন্ধ মনের দুয়ার খানি খুলে দিলাম আমি খুলে দিলাম ।।) 2
ও বাতাস উড়ে যারে উড়ে যা
আমার শূন্য মনের খবর নিয়ে পারুলবনে
বলিস তারে তাঁরই আশায়
আমি কতই বছর কাটালাম ।
তাই বন্ধ মনের দুয়ার খানি খুলে দিলাম আমি খুলে দিলাম ।।
এতো বৃষ্টি বৃষ্টি কি যে শূন্য শূন্য
কার তরে চোখে আসে জল সে কি জানেনা
সময় এখন আর কোনও শাসনের বাধা মানে না ।।
ওরে সোনামন, ওরে কালো মেঘ
মোর শূন্য মনের দুয়ার খুলে দিলাম তারে বলিস গিয়ে চম্পাবনে
আমি তাঁরই আশায় রইলাম ।।
তাই বন্ধ মনের দুয়ার খানি খুলে দিলাম আমি খুলে দিলাম ।।
এতো বৃষ্টি বৃষ্টি কি যে শূন্য শূন্য