LYRIC
শিরোনামঃ বৃষ্টি রাতে
কথাঃ সাহানা বাজপেয়ী
কন্ঠঃ অর্নব
সুরঃ অর্নব
সঙ্গীতঃ অর্নব
অ্যালবামঃ চাইনা ভাবিস
বৃষ্টি রাতে গানের মাটি ভেসে,
চাঁদ চলেছে অনেক দূর দেশে,
থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে
জমাট বাধা পুরনো সুর বাজে!
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা,
অনেক কথা জেনেও হয়না জানা!
সময় শুধু মোমের মত পোড়ে ,
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে!
হাত বাড়িয়ে বৃষ্টি ছোয়া গানে,
এমন রাতে ডাকিস যদি তুই,
খানিক দুরে চাঁদ হাসে যেখানে,
পুরনো সুর দুহাত ভরে ছুঁই!