LYRIC
শিরোনামঃ ক্যাফেটেরিয়া
কন্ঠঃ তুহীন
কথাঃ জিয়া
সুরঃ তুষার/জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি
পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া
উঁকি দিয়ে দেখি
পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া
উঁকি দিয়ে দেখি
এক কাপ চা, গরম তৃষ্ণায়
অজস্র এলোমেলো স্বপ্নের ভীড়ে
তোমার শীতল চোখ
ভিজিয়ে যায় আমায় (২)
যেখানে তোমার ঠোঁট ভালোবাসা
আমি বুড়ো কবিতার মতো চুপচাপ
যেখানে তোমার চোখ খুনী
আমি খুন হই
প্রতিদিন