LYRIC
শিরোনামঃ ছায়া
কথাঃ মাহফুজ রহমান
কন্ঠঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোল্স
অ্যালবামঃ জ্যাম
রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায় (২)
জোছনার জানালায় তোমার চুলেরা
ভুল বাতাসেই দেখি উড়ে উড়ে যায় (২)
তবে ক্ষতি কি বল সে ভুল হতে
তোমার চুলেই নিজেকে হারাতে (২)
মেঘের তল্লাটে তোমার চোখেরা
পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায় (২)
তবে ক্ষতি কি বল পলাতক হতে
তোমার চোখেই নিজেকে ভেজাতে (২)
রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়