LYRIC

শিরোনামঃ ছিলে আমার
কন্ঠঃ মিথিলা/তাহসান
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুরঃ সাজিদ সরকার
সঙ্গীতঃ সাজিদ সরকার
টেলিফিল্মঃ কথোপকথন

ছিলে আমার স্বপ্নে তুমি, আজ কেন বহুদূর?
অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো লাগে সবই

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

রাত্রিগুলো দীর্ঘ হয় বিষন্ন ভাবনাতেই
চাঁদটা যেন লুকিয়ে রয় বিবর্ণ জোছনাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

স্মৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে
সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

Comments

SHARE

VIDEO