LYRIC
শিরোনামঃ চিঠি পাঠাও
কন্ঠঃ অর্ণব
কথাঃ বিক্রম সিং
সুরঃ অর্ণব
অ্যালবামঃ রোদ বলেছে হবে
মেঘের নীচে চাঁদোয়া নীল মফঃস্বল
মেঘের নীচে হেসেল ঠেলে বিষণ্ণতা
তুমি কি আর মেঘের কাছে চিঠি পাঠাও
আগের মতো ভিজিয়ে নাও চোখের পাতা(২)
শালের বন ছুঁলো যেমন কত আকাশ
সাঁকোর পাশে ভিজছে জলে বসতবাটি
প্রতিটি বুক দূরত্বকে ছুঁয়ে নেবে
প্রতিটি চোখ ছুঁয়ে নেবে শীতল পাটি
শীতলপাটি চিনেছে রাত চিরকাঙাল
চির কাঙাল স্নেহের মতো একটু দিন(২)
ভেঙেছে কতো নষ্ট ঢেউ উন্মাদের
কতো না মেঘ মেঘের কাছে বেড়েছে ঋণ
এসব ঋণ ভুলে যাওয়ার পথ কোথায়
এসব ঋণ মুছে দেবার অন্ধকার
ঘুমন্ত কে প্রতিদানের চিহ্ন দাও
আরো আঘাত সকল নিয়ে বেঁচে থাকার
মেঘের নীচে চাঁদোয়া নীল মফঃস্বল
মেঘের নীচে হেসেল ঠেলে বিষণ্ণতা
তুমি আবার মেঘের কাছে চিঠি পাঠাও
ভিজে পাগল ভিজুক আবার চোখের পাতা(২)