LYRIC
শিরোনামঃ চলো উড়ে যাই
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ শাকের রাজা
অ্যালবামঃ দূর থেকে
অনেক দুরের পথচলা
অনেক স্বপ্নের গানবোনা
অবুঝ মোহের হাতছানি
অচিন কোন কল্পনা
কারণে আর কাঁদবো না
অকারণে হাসবো না
আমি তুমি
কোন বারণ
শুনবো না আর
মানবো না
চলো নীল হয়ে যাই
আকাশে হারাই
বাতাসে হারাই
যেন সবুজ হয়ে তাই
তোমাকে সাজাই, আমাকে সাজাই
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিন
যেথায় যাই যেখানে হারাই
খুঁজি, তোমাকে খুঁজি
পথের বাঁকে বাঁকে খুঁজি
জানিনা বুঝিনা শুনিনা মানিনা কিছুই
ছুটে চলি তাই আজও তোমার পিছু
আজও আমি মিশে আছি
সব স্মৃতির সীমানায়
অদেখা স্বর্গ মেলে
শুধুই তোমার ঠিকানায়
চলো নীল হয়ে যাই
আকাশে হারাই
বাতাসে হারাই
যেন সবুজ হয়ে তাই
তোমাকে সাজাই, আমাকে সাজাই
কেন তোমার আমার এত পাগলামি
এত পাগলামি
সবই ভুল ভুল ভুলে হায়
চলো উড়ে যাই
পালিয়ে বেড়াই
আজও আমি মিশে আছি
সব স্মৃতির সীমানায়
অদেখা স্বর্গ মেলে
শুধুই তোমার ঠিকানায়
চলো দূর দূর বহুদুর
হারিয়ে বেড়াই পালিয়ে বেড়াই
চলো খুব খুব ঘুরে হারাই
উড়ে উড়ে যাই
সুরে সুরে গাই
কেন তোমার আমার এত পাগলামি
এত পাগলামি
সবই ভুল ভুল ভুলে হায়
চলো উড়ে যাই
পালিয়ে বেড়াই