LYRIC

শিরোনামঃ সিগারেট
কন্ঠঃ অঞ্জন দত্ত
কথাঃ অঞ্জন দত্ত
সঙ্গীতঃ নীল দত্ত
মুভিঃ আমি আসবো ফিরে

চলে যেতে গেলে পিছুটান ভুলে যেতে হবে
বলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়
হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই

শান্ত শহরও হয়ে যায়,
ঘুমিয়ে পড়ে;
ক্লান্ত শরীর বিছানায় সরে যেতে চায়
উড়ে চলে যায় জমা জঞ্জাল ঘূর্ণিঝড়ে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই

দেখো পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই

জ্বলে জ্বলে জ্বলে মোমবাতি হ্যাপি বার্থডে
গলে যেতে যেতে কত রাগ জমা হয়ে যায়
কমে যেতে যেতে কত কান্না কাঁদা হয় না
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই

জলে চলে যায় কত আশা কত ভরসা
ঝগড়ার শুরু আর শেষ কলতলায়
পাশা খেলে হেরে গেছে, তাই কুরুক্ষেত্র
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই

পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই

চলে যেতে গেলে পিছুটান ভুলে যেতে হবে
বলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়
হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই

পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই

Comments

SHARE

VIDEO