LYRIC
শিরোনামঃ দার্জিলিঙ
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ শুনতে কি চাও ?
খাঁদের ধারের রেলিঙটা
সেই দুষ্ট দো-দো শিড়িঙটা
আমার শৈশবের দার্জিলিঙটা (২)
জানলার কাঁচে ঠোঁট চেপে
ছবি এঁকেছি নিঃশ্বাসে
পাহাড় আঁকা কত সোজা
হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা
খাঁদের ধারের রেলিঙটা
সেই দুষ্ট দো-দো শিড়িঙটা
আমার শৈশবের দার্জিলিঙটা
চেপ্টা ঠোঁটের ভালোবাসা
ক্ষুদে চোখে কত আশা
যখন তখন সাদা কুয়াশা (২)
খাঁদে নেমে প্রথম সিগারেট
সেইখান থেকে স্কুলের গেট
দশ মিনিট দৌড়ে নইলে লেট
রোলকল হয়ে গেছে এবার বেত
খাঁদের ধারের রেলিঙটা
সেই দুষ্ট দো-দো শিড়িঙটা
আমার শৈশবের দার্জিলিঙটা
টুং, সোনাটা, ঘুম পেরিয়ে,
একাবেঁকা রাস্তা ধরে
যখন তখন পৌঁছে যাওয়া যায় (২)
কিন্তু সেই দো-দো শিড়িঙটা
হারিয়ে গেছে যে আজ কোথায়
খাঁদে নামতে আজ ভয় করে
নেই যে কেউ আর হাতটাকে ধরার
খাঁদের ধারের রেলিঙটা
সেই দুষ্ট দো-দো শিড়িঙটা
আমার শৈশবের দার্জিলিঙটা