LYRIC
শিরোনামঃ ধর্ম বুঝে
কন্ঠঃ আনুশেহ আনাদিল
কথাঃ আনুশেহ আনাদিল
ব্যান্ডঃ বাংলা
অ্যালবামঃ কিংকর্তব্যবিমূঢ়
ধর্ম বুঝে মানরে সখা অঙ্কে না হয় ভুল
মজবি জ্ঞানে সত্য ধ্যানে পাবি ভবের কূল
নীরব হয়ে বসরে সখা চুপটি করে শোন
অবুঝ নামাজ পরলে ভোলা
পাবে আঘাত মন
নিজের পথের পথিক হবি
জ্ঞান নিবি ওদের থেকে
ওদের পথের পথিক হলে
পাবি না তুই তোকে
বুঝলি বোকা খাসনে ধোকা সুক্ষ তাদের ছল
মিথ্যাকে সত্য ভাবিসনে মনের পথে চল।