LYRIC
শিরোনামঃ ধরো যদি হঠাৎ সন্ধ্যে
কন্ঠঃ স্পন্দন ভট্টাচার্য
কথাঃ পার্থ ঘোষ
সুরঃ স্পন্দন ভট্টাচার্য
ব্যান্ডঃ বাউন্ডুলে
ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে
মুখোমুখি আমরা দুজন
মাঝখানে অনেক বারণ
বাইরে তখন হাওয়া ঝোড়ো
তুমি হয়তো অন্য কারো
আরও একবার বলবো সেদিন
আজ জানে কি জীদ না করো
ধরো যদি চেনা গন্ধে
মেতে উঠি চেনা ছন্দে
যদি ছুঁতে চাই অকারণ
জানি ছোঁয়া তবু বারণ
চলে যাবে হাওয়া ঝোড়ো
সময় ছিলো আমাদেরও
তবু আবার বলবো সেদিন
আজ জানে কি জীদ না করো