LYRIC
শিরোনামঃ দিন বদল
কন্ঠঃ সাঞ্জয়
কথাঃ জাহাঙ্গীর হায়দার
সুরঃ ফুয়াদ
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা
আজ শুধু শূন্যতা চারিদিকে
অন্ধকার মেঘে মেঘে যাচ্ছে ঢেকে এ জীবন
তাই নতুন মূল্যবোধ গড়ে নিতে
শূন্যতার খাঁচা খুলে যেতে চাই বহুদূরে
চেষ্টা শুধু একটাই
এই পৃথিবীটা বদলে দিতে চাই
আজ দিন বদলের পালা
অন্ধকারে আর নয়
শুধু আলোয় আলোয় চারিদিক ভরে যাক
আজ দিন বদলের পালা
দিনের শেষে আসবে জানি
আঁধারের ব্যস্ত ছায়ারা
বজ্রকঠিন শপথে
তবু আমি যুদ্ধ করে যাই
রাত পোহালেই দিনের আলো
আশাতে মনকে ভরে দেয়
অগ্নিঝরা চেতনা
তীব্র থেকে তীব্রতর হয়