LYRIC
শিরোনামঃ দ্বিতীয় ভালোবাসা
কন্ঠঃ শান
সুরঃ আরফিন রুমী
সংগীতঃ আরফিন রুমী
মুভিঃ ছায়া-ছবি
If I go for second love
tell me would you accept me
যদি হয় এ আমার দ্বিতীয় ভালোবাসা
যদি হয় এই আমার দ্বিতীয় প্রেমের ভাষা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।
If I go for second love
tell me would you accept me
যদি হয় এই আমার দ্বিতীয় স্বপ্ন দেখা
যদি হয় দ্বিতীয় কাউকে এসএমএস লেখা
অনুশোচনার কারাগার থেকে
তুমি কি নিবে ডেকে হাসি মুখে?
নাকি সত্য বলার অপরাধে
মৃত্যুর ব্যাংকে দিবে জমা?
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।
যদি হয় বারবার ভালবাসা কোনো পাপ
যদি হয় এই আমার কাউকে পাঠানো দ্বিতীয় গোলাপ
তুমি সব কিছু কি মেনে নিবে?
না কি ভন্ড প্রতারক অপবাদ দিবে?
আমি কেমন করে বল নিশ্চিন্ত হই অনুপমা।
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।