LYRIC

শিরোনামঃ এই রাত তোমার আমার
কন্ঠঃ হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়
সিনেমাঃ দীপ জ্বেলে যাই (১৯৫৯)

এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের
এই রাত শুধু যে গানের
এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনের
এই রাত তোমার আমার

তুমি আছ আমি আছি তাই,
অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনের
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের

Comments

SHARE

VIDEO