LYRIC
শিরোনামঃ একই রকম
কন্ঠঃ জন / তাহসান
কথাঃ ইমন জুবায়ের
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ উৎসবের পর
এই সেই দুঃসময়, সমান্তরালে আমি।
বহুদূরে তুমি, ধূসর ধূসর…
তবু ভালো লাগে, জীবন ও রোদ,
মায়াবীর ক্রোধ, ঐ নীল জলস্রোত…
যেভাবে চলে যায়, ফিরেও আসে।
আমি এ সবই দেখি একা বসে থেকে।।