LYRIC
শিরোনামঃ একলা অনেক দুর
কন্ঠঃ সোমলতা আচার্য্য চৌধুরী
সুরঃ নীল দত্ত
সঙ্গীত পরিচালকঃ নীল দত্ত
মুভিঃ রঞ্জনা আমি আর আসবো না
না না এ গান নয়তো চেনা
ভীনদেশী হয়তো একটা সুর
তোমাকে নিয়ে যেতে পারে
একলা অনেক দুর।
কান্না হয়তো আসে
তোমার ঐ আমারি মতো
হাসিতে তারই ছায়া পড়ে
সঙ্গী হয় কিছু রোদ্দুর
এলোমেলো কিছু কিছু কথা
ঘর বাধে কবিতার খাতায়
বেজে ওঠে বার বার
গীটারের ছয়টা তার
খুজে পাই অন্য কোন তাল
না না সে গান নয়তো চেনা
আনমোনা হয়ত একটা সুর
তোমাকে নিয়ে যেতে পারে
একলা অনেক দুর।
পারো যদি গাইতে তবে
এই গানই বন্ধু হবে তোমার
শেষ বিকেলে খেলা ফেলে
একই সাথে দেখবে সন্ধ্যেনামা
আর একটা তার উঠবে জ্বলে
তোমাদের দেখবে বলে
আকাশের খোলা উঠোনে।
শোন এই গান হয়তো চেনা
তোমারি ফেলে আসা সুর
তোমাকে দিয়ে দিতে পারে
হারানো একলা দুপুর
তোমাকে নিয়ে যেতে পারে
একলা অনেক দুর।