LYRIC

শিরোনামঃ এসেছে রাত
কন্ঠঃ পাপন, শ্রেয়া ঘোষাল
কথাঃ শ্রীজাত
সংগীতঃ শান্তনু মৈত্র
মুভিঃ বুনো হাঁস

এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক,
খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম

সে আদরের অন্য নাম
চেনা ঠোটের তিল বোতাম
ছুঁয়েছি যে মেঘেরা নেই
আমার শহরে

এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক,
খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ

রাত দুপুরে ডাকছে দূরে দ্বীপ
ইচ্ছে জ্বালে তার কপালে টিপ
সে যেন জানে সব
কথাদের মানে সব
সুখ ভেজা পালক

কেউ তো নেই বৃষ্টি হোক
জানলাতেই রাখছি চোখ
পাড়া নিঝুম উড়েছে ঘুম
রাতের চাদরে

এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক,
খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম

Comments

SHARE

VIDEO