LYRIC
শিরোনামঃ এসো হে
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল/ঈশান মিত্র
কথাঃ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
সুরঃ ইন্দ্রদীপ দাশগুপ্ত
মুভিঃ এক যে ছিল রাজা
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
ঝনক ঝংকারে, উড়ায় সঙ্কারে
খুলেছে দুয়ার
দেরি নাহি আর
এসো হে স্বয়ম্বর এসো
এসো সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো
যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো
যে রূপে ললাট সখী
সিন্দুরে সাজালো, সিন্দুরে
সে রূপে
এসো হে যুগন্ধর, সুন্দর
এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
যে পথে সকাল সাঁঝে
ফুলেরও সুবাস
যে পথে বিরহ মিছিল
তিমিরই, তিমিরই অবকাল
সে পথ হয়ে
সে পথ হয়ে
এসো হে মনোহর, সুন্দর
এসো সুন্দর, এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে