LYRIC

শিরোনামঃ এতোটা ভালোবাসি
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ ইমরান চৌধুরী
অ্যালবামঃ দেয়ালে দেয়ালে
টেলিফিল্মঃ ভালোবাসার সম্পাদকীয়

এতোটা ভালোবাসি
তবুও কম মনে হয়
তোমারই আরো কাছে
যেতে চাইছে হৃদয়

আমার এ মন
এ জীবন
হোক আরো হোক
তুমিময়
হোক

তুমিহীনা পৃথিবীতে
এক মুহুর্ত নয়

সারাদিন সারারাত
তোমারই অনুভব
থাকে আমায় ঘিরে
ভাবনার প্রহরে
আবেগী শহরে
আসো তুমি ফিরে
তোমার জন্য এই আমার
যত অনুনয়

আমার এ মন
এ জীবন
হোক আরো হোক
তুমিময়
হোক

তুমিহীনা পৃথিবীতে
এক মুহুর্ত নয়

কতটা অবুঝ হলে
শহরের কোণে কোণে
তোমাকেই খুঁজে বেড়াই
ছুঁয়ে যাই শুন্য মনে

Comments

SHARE

VIDEO