LYRIC
শিরোনামঃ ফিরে আশা
কন্ঠঃ এমিল
কথাঃ সামিন আবদুস সাত্তার
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ নতুন স্রোত
আবার শুরু হলো অজানার পথে চলা
মনের মাঝে দিচ্ছে উঁকি হাজার স্বপ্নের মেলা
জীবনের আরেক অধ্যায় লিখার আয়োজন
কত রং কত কল্পনা কত প্রয়োজন
সাফল্য হাতছানি দেয়
যেতে হবে বহুদূর
হটাৎ বেজে উঠে কানে
সেই প্রিয় সুর
কে যেন পিছু ডাকে আমায়
পুরনো সেই ঠিকানায়
পরে আছে কত স্মৃতি
আমার অপেক্ষায়
ভোরের আলো দেখবো বলে জেগেছি কত রাত
একসাথে কত তারাগুনা হাতে রেখে হাত
সাগরের স্রোতে ভেসে ফাঁকি দিয়ে গেছে সময়
মন কেন মানে না বুঝেনা হৃদয়
জীবনের কোলাহল ছেড়ে নতুন করে আসব ফিরে
সৃষ্টি সুখের উল্লাসে মাতাবো তোমায়