LYRIC
শিরোনামঃ গাইবো শুধু গান
কন্ঠঃ সুব্রত ঘোষ / বনি / ঋতুপর্ণা দাস / চন্দ্রিমা মিত্র
কথাঃ গৌতম চট্টোপাধ্যায়
সুরঃ গৌতম চট্টোপাধ্যায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ ঝরা সময়ের গান
চাইনা যা পাই চাইনা
যা চাই পাইনা
ভুল করেও তা চাইনা
ভাঁড় ভেঙে রস খাইনা
কেন মিছে মরো ভাবা ছেড়ে দাও
আরাম যখন হারাম তখন সয়না
মনে দখিন হাওয়া বয়না
দিব্যি আছো মজা লুটে নাও
আমরা গাইবো শুধু গান
আমরা চা না ভুয়ো মান
হতে চাইনা শিরোনাম
আমরা গাইবো শুধু গান
থাকো ইচ্ছে হলে কিম্বা কেটে যাও
অফিসে বাজারে পথেঘাটে যত সব চামচা
লেখে রোজ নামচা
আর চান্স পেলে দেয় খামচা
কেন মিছে মরো ভাবা ছেড়ে দাও
চুলোয় যাক সব ভদ্দরলোকের কৃষ্টি
আসুক তেড়ে বৃষ্টি
ফষ্টিনষ্টি ভাসিয়ে রসাতলে দাও
আমরা গাইবো শুধু গান
আমরা চা না ভুয়ো মান
হতে চাইনা শিরোনাম
আমরা গাইবো শুধু গান
থাকো ইচ্ছে হলে কিম্বা ফেটে যাও