LYRIC
শিরোনামঃ গণ জোয়ার
কথাঃ নীতেশ বড়ুয়া
সুরঃ মিশু খান
আবৃতিঃ জিল্লুর রহমান সোহাগ
কন্ঠঃ মিশু খান
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
লঙ্ঘিত সীমানায়
চর্চিত স্বাধীনতা
অস্থির এ সময় হে,
মুক্তি মিলিবে এই সীমানা
ছাড়িয়ে, কণ্ঠে শাণিত
মুক্তির বাণী
থেকো তবে হুঁশিয়ার…
হুঁশিয়ার… হুঁশিয়ার… হুঁশিয়ার…
দুর্গম এ স্বাধীনতা
রক্ষা করো মুক্তির সীমানায়
এ স্বাধীনতা তরে
বেঁচে থাকার অঙ্গীকার,
বজ্র নিণাদে মুক্তির
সংগ্রামে তোল তব
কলমের হাতিয়ার…
হাতিয়ার… হাতিয়ার…হাতিয়ার…
হাতিয়ার… হাতিয়ার…হাতিয়ার…
জ্বালো জ্বালো আগুন জ্বালো
একাত্তরের হাতিয়ার
গর্জে ওঠো আরেকবার
তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা
তুমি কে আমি কে
বাঙালী বাঙালী
হাতিয়ার জাগ্রত
স্বাধীনতা আজ সংহত
লড়ে যাক তব
মুক্তি মিছিলে
তোমার আমার অহংকার…
স্বাধীনতার… স্বাধীনতার…
আমাদের স্বাধীনতার
গণ জোয়ার…এ স্বাধীনতার… আমাদের স্বাধীনতার…