LYRIC
শিরোনামঃ হিজিবিজি
কন্ঠঃ জুন ব্যানার্জী
কথাঃ মারজুক রাসেল
সুরঃ আরফিন রুমী
সংগীতঃ আরফিন রুমী
মুভিঃ ছায়া-ছবি
আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে… বাতাসে…
রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
মায়া… মায়া…
রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…
দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।
দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…
আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…