LYRIC
শিরোনামঃ জাতিস্মর
কন্ঠঃ জুয়েল
কথাঃ জাহাঙ্গীর হায়দার
সুরঃ ফুয়াদ
ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ অসামাজিক
নির্মেঘ আকাশে দেখ
আমিও তাদেরই মত
দেখি মহাকালের শত ছবি।
সময়ের নানা বাঁকে
জন্মেছি আমি বারে বার
আমারই দুটি চোখে
অতীতের শত দৃশ্যপট
তাই বলে যাই তোমাদের…
যে ছিল অন্ধকারের পূজারি
সে যে ঝরে গেছে অবহেলাতে
শাশ্বত আবেগমাখা স্বপ্নেরা
আজো বেঁচে আছে ঐ অগোচরে
অনন্ত এই মহাকালের সীমানা পেরিয়ে
ক্রান্তিকাল পেরিয়ে যুগে যুগে সত্য এমনই রয়েছে।
তবে কেন ঝলসে যায় আজই সত্য আবার
যন্ত্রণাতে ধুঁকছে আজ কেন স্বপ্নগুলো
না-না-না-না মেতো না এই বিকৃত
সুখের উৎসবে আর…
নতুন স্বপ্নকে নাও এঁকে সত্যকে
সুদূরের সীমানা পেরিয়ে বেঁচে রয়
যেন সেই স্বপ্ন অনাগত যুগে যুগে যেন আমি
দেখে যাই আকাশের তারাদের মতো সত্যকে