LYRIC

শিরোনামঃ কাঁদা
কন্ঠঃ তাহসান
সঙ্গীতঃ তাহসান
অ্যালবামঃ ক্রীতদাসের নির্বাণ

বিশ্বাস যখন বন্ধুর আড়াল
স্বার্থ তখন মুখ্য মাতাল
অসমাপ্ত কবিতা
ভাবনা যখন অন্ধকারে
আলোর ডাকে ভাষা খোঁজে
চেনা তখন অচেনা

আমন্ত্রণ প্রথম তোমার
উত্থান হয়তো আমার
বিসর্জন দ্বিতীয় আমার
বিচ্ছেদ তোমার আমার

কালো সূতায় জোড়া হয়ে
অভিনয়ের মোমে পুড়ি
অভিন গ্রহের উৎসব শিখে
আপন গ্রহ ভুলে গেছি

কোথায় তুমি, কোথায় আমি

বিশ্বাস যখন তর্ক ছবি
বাসনা বিমূর্ত হবি, অহমী
অর্থভরে ব্যর্থ হবি
নিজেকে তুই আর কতো কাঁদাবি
বিশ্বাস কেনো হারাবি?
তোর অভিনয়ের জীবন

Comments

SHARE