LYRIC
শিরোনামঃ কে কে যাবি রে
কন্ঠঃ সুব্রত ঘোষ / বনি / ঋতুপর্ণা দাস / চন্দ্রিমা মিত্র
কথাঃ অরুণেন্দু দাস
সুরঃ অরুণেন্দু দাস
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ ঝরা সময়ের গান
পেরিয়ে মাঠের সীমানা ওই মেলা বসেছে
চরকি ঘোরে পাঁপড় ভাজায়
মাতালিয়া ঢোলকে মনকে মাতায়
তোরা কে কে যাবি রে
কে কে যাবি রে
কে কে যাবি রে তোরা আয়
পয়সা যদি নেই পকেটে ভাবনা কী আছে
ঘুরতে মানা চড়তে মানায়
ভীড়ে মেশা আনন্দের কি আসে যায়
তোরা কে কে যাবি রে
কে কে যাবি রে
কে কে যাবি রে তোরা আয়
এক রঙা এই জীবন ছেড়ে একটু পালানো
তার বেশী হায় কেই বা কী পায়
বেচা কেনার হিসেবে খুশীর খেলায়
মোরা সবাই যাবরে
সবাই যাবরে
সবাই যাবরে মেলায়