LYRIC
শিরোনামঃ কেন বলতে পারি না
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
এই শহরে যত গান
মিছে অভিমান তোমায় ঘিরে
ঘুম জড়ানো চোখে স্বপ্নগুলো ঘুরে
ঐ চোখের কোনে জল
ভাসছে টলমল অবাক হয়ে
নীল খামেতে মোড়া চিঠি আড়ালে
আমি তুমি মিলে নীল থেকে নীলে
যাবো কি হারিয়ে
দূরে আরো দূরে দিগন্ত পেরিয়ে
উড়ে চলা শঙ্খচিলে
কেন যে আমি
লিখতে পারি না ভুলতে পারি না
বলতে পারি না কেন তোমায় কিছু
কেন যে আমি দিশেহারা
বাঁধন ছাড়া ছুঁটে চলছি আজও
তোমার পিছু
দূর পথের কোনো বাক
দিয়েছে মনে ডাক বৃষ্টি হলে
মেঘ ছড়িয়ে যাবো দূরের আকাশে
এই অচেনা আমি রোজ করছি তারই খোঁজ
জোছনা হয়ে
মন ভোলানো রোদে মিছে হারিয়ে
আমি তুমি মিলে নীল থেকে নীলে
যাবো কি হারিয়ে
দূরে আরো দূরে দিগন্ত পেরিয়ে
উড়ে চলা শঙ্খচিলে
কেন যে আমি
লিখতে পারি না ভুলতে পারি না
বলতে পারি না কেন তোমায় কিছু
কেন যে আমি দিশেহারা,
বাঁধন ছাড়া ছুঁটে চলছি আজও
তোমার পিছু
তুমি ছিলে অগোচরে
মন ভোলানো দুপুর ঘিরে, একা
আমি দেখেছিলাম তোমায়
মুখ লুকিয়ে জোছনার ভাঁজে একা
কেন যে আমি
লিখতে পারি না ভুলতে পারি না
বলতে পারি না কেন তোমায় কিছু
কেন যে আমি দিশেহারা,
বাঁধন ছাড়া ছুঁটে চলছি আজও
তোমার পিছু