LYRIC
শিরোনামঃ কেউ বোঝে তো কেউ বোঝে না
কথাঃ আসিফ ইকবাল
কন্ঠঃ মাহাদি
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ ইফতেখারুল আনম
অ্যালবামঃ বাড়াবাড়ি
নাটকঃ বাসস্টপ
কেন যে অবুঝ এই মন, শোনেনা বারন
মানেনা কোনো শাসন
কেন যে,
কেন যে এতটা ভালবাসে মন, বুঝিনা কারন
মনে হয় শুধু অকারন
কেন যে
ভুলে থাকা হয়না পারিনা বুঝিনা জানিনা
পথ চেয়ে আজো আছি দাঁড়িয়ে
কেউ বোঝে তো কেউ বোঝেনা
কেউ মানে তো কেউ মানেনা
কেউ শোনে তো কেউ শোনেনা
কেউ থাকে আর কেউ থাকেনা
চেনা ও অচেনা এখন, রাতেরই মতন
ডুবে থাকি , তারায় তারায়
কেন যে,
কেন যে কাছে চাইছে এ মন, এই আয়োজন
খুব কি ছিলো প্রয়োজন
কেন যে,
ভুলে থাকা হয়না পারিনা বুঝিনা জানিনা
পথ চেয়ে আজো আছি দাঁড়িয়ে
কেউ বোঝে তো কেউ বোঝেনা
কেউ মানে তো কেউ মানেনা
কেউ শোনে তো কেউ শোনেনা
কেউ থাকে আর কেউ থাকেনা
কেউ ডাকে তো কেউ ডাকে না
কেউ রাখে তো কেউ রাখে না
কেউ ভাবে তো কেউ ভাবে না
কেউ কাঁদে আর কাঁদে থাকে না
কেউ থাকে আর কেউ থাকে না
কেউ থাকে আর কেউ থাকে না