LYRIC
শিরোনামঃ কেউ নেই আঁধারে
কন্ঠঃ জুয়েল
কথাঃ জাহাঙ্গীর হায়দার
সুরঃ ফুয়াদ
ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ অসামাজিক
কেউ নেই, আজ কোথাও কেউ নেই
শুন্য ঘরে, আমি একা
গোধূলীর জানালায় বিষণ্ণ আভায়
বসে আছি, নিঃস্ব আমি আজ একা
এলাম যুদ্ধ শেষে নতুন স্বপ্ন নিয়ে
তবে কেন ঘর আমার ডুবে থাকে আঁধারে
কেউ নেই আঁধারে, কেউ নেই আমার
কেউ নেই আঁধারে, কেউ নেই আজ আর…
কোথায় হারালো কোথায়
প্রিয় সেই মুখ প্রিয় সবাই
স্মরণের জানালায় যখনি তাকাই
ভরে যায় দু′চোখ আমার বরষায় কেন যুদ্ধে গেলাম
কেনইবা এলাম ফিরে,
কেন সারা ঘর আমার ভরে থাকে আঁধারে
নতুন দিনের যে ছবি, এঁকেছিলে স্বাধীনতা
কেন সেই দিন, হল মলিন, ঢেকে গেলো আঁধারে