LYRIC
শিরোনামঃ কি করি
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
অ্যালবামঃ বাড়াবাড়ি
কি করি
নিজেকে হারিয়ে বসে আছি
তোর পথে,
মনকে বোঝাতে পারিনা আজ
কোনভাবে
আমি যেন আজ দিকভ্রান্ত,
ভাবনারা কেন খুব ক্লান্ত
জানিনা
কি করি কোথায় যাই
উত্তর খুঁজে না পাই
ছোঁয়া যাবে না জেনেও হাতটা বাড়াই
আমি যেন আজ অন্য কেও
স্বপ্নের সমুদ্দুর অচেনা ঢেউ,
গোধুলির শেষ আলো,
মুখোমুখি,
মনে ছিল যত স্বপ্ন তোর,
ঘিরে আসে সব অচেনা ভোর
নতুন দিলের শুরু
বহুদূর
আমি যেন আজ দিকভান্ত্র,
ভাবনারা কেন খুব ক্লান্ত
জানিনা
কি করি কোথায় যাই
উত্তর খুঁজে না পাই,
ছোঁয়া যাবে না জেনেও
হাতটা বাড়াই