LYRIC
শিরোনামঃ কিছু কথা
কথাঃ জিয়া
সুরঃ জিয়া
কন্ঠঃ তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ শিরোনামহীন
কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ
কিছু কথা কখনো হারিয়ে যায়।
উদাস কিছু দুপুর, কিছু ভেঙ্গে যাওয়া সুর
কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়।
কিছু হাসিখেলা, কাটে সারাবেলা
উদাস পথে হয়তো একলা চলা
নিবিড় জনারণ্যে, শুধু তোমার জন্যে
কিছু কথা কখনো হয়নি বলা।
বইয়ের পাতায় কিছু শব্দ খুঁজে পাইনা,
কিছু কিছু প্রশ্ন নিয়ে ভাবতে আর চাইনা।
রূপকথার পঙ্খিরাজ একদিন নেমে আসবে
রাস্তার কালো পিচে সে স্বপ্ন নিয়ে ভাসবে
যান্ত্রিক এই নগর, হয়ে যাবে অবসন্ন
কিছু কথা বলছি শুধু তোমার জন্য।
বদলে যাবার দিন, স্বপ্ন দেখার দিন
কিছু কথা ভেসে যাক, অন্ধ রাস্তায়
মনের বন্ধ জানালায়, স্বপ্নের কথা জমে থাক্
কিছু কথা কখনো বাঁচতে শেখায়।
কিছু হাসিখেলা, কাটে সারাবেলা
অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা
নিবিড় জনারণ্যে, মেঘলা এই ক্ষণে,
কিছু কথা কখনো হয়নি বলা।
কিছু কথার কোন ভাষা প্রয়োজন হয়না।
কিছু কথা শ্লোগান দিতে শেখায়, অনুপ্রেরনা দেবার সাহস রাখে,
সমাজ বদলে দেবার সম্ভাবনা জাগায়>
কিছু কথা দুঃসময়ে বন্ধুর মত পাশে দাঁড়ায়।
কিছু কথা রূপকথার পঙ্খিরাজ নামিয়ে নিয়ে আসে … আমাদের শহরের ধোঁয়াটে বাতাসে।
কিছু কথা মারটিন লুথার কিং এর মত অসম্ভবের স্বপ্ন দেখে।
কিছু কথা আমার মত বোবা …
যা শুধু সুরেলা কবিতার জন্ম দিতে পারে> জন্মই যার আজন্ম অপরাধ!