LYRIC
শিরোনামঃ কল্পনার বাইরে তুমি
কন্ঠঃ কাজী, প্রিসিলা
অ্যালবামঃ দি হিট অ্যালবাম টু
কম্পোজিশনঃ ফুয়াদ
Without you all my memory is remain,
And the tears become the rain..tears become the rain
কল্পনার বাইরে তুমি, বাস্তবতা আমার
কখনো কাছে এসে হাত ছুঁয়ে, দূরে সরে যায়
স্বপ্ন দেখি নি আমি, নিশ্চুপ ভোরের আড়ালে
গল্প লিখি নি আমি, সূর্যাস্তের শেষ ক্ষণে
তোমায় ভেবে ভেবে, আমার রাত্রি জাগা
আঁধারে একা বসে, তোমায় কাছে না পাওয়া
ছুটেছি একা আমি, স্রোতের বিপরীতে
ভালোবাসি তোমায়, আমার প্রার্থনাতে……
Within you, Without you…you
Baby I’ll still remain, and i know you’ll remain
And the tears in your eyes..in the rain
Tears become..become the rain
And the tears become the rain..tears become the rain