LYRIC
শিরোনামঃ কর্কশ
গীতিকবিতাঃ তপন
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ বরাবর শহরতলী
কুহুতান, কলতানে ভেজা পাখার শহর
সুপ্রভাতে আরেকটা দিন;
স্বাগতম… ভাবনার বহর।
কর্কশ স্বাভাবিকতা, ঠিক
কানের পাশেই বাসা।
প্রতীক হতে পারে কালো,
আমাদের জানালা ধরে
ভেসে আসে যা পার্থিব;
প্রতিফলিত আলো…
কালোর চাষ-বাস বুকের বামে,
মেঠো পিচে; একাকার ভারী মেঘে,
আড়ালে-আবডালে, মগডালে।
পোষ মানেনা কে বলে ?
শহরের খাঁচায় বন্দী, আলোর শিক
সূর্য দেবতার যতনে; বেড়ে উঠে উষ্ণতায়।
অসীম প্রজন্ম অগ্রজে-অনুজে,
ভীড়ের ভারে, সমান তালে;
বেড়ে উঠে উষ্ণতায়।
ঠোঁটে ঠোঁট রেখে,
ভালোবাসার যুদ্ধে কাড়াকাড়ি।
নিকোটিনে ভরা হৃদপিন্ডের ব্যবচ্ছেদ আড়াআড়ি।
আমি-তুমি ও সে, আমরা চিরচেনা;
আগন্তুক, পরিচিতজনেরা।
এখন এখানে তক্ষক চারপাশে,
এখন এখানে তক্ষক চারপাশে….