LYRIC
শিরোনামঃ করুণ
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন (ইমন)
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আবার
আরও একটা দিন
আরও একটা রাত
যেভাবে সময় কাটার কথা কাটছে
আমার রক্ত ঝরছে
হয়তো তুমিও দেখছো আমাকে
আমাকে এখন কি ভীষণ করুণ দেখাচ্ছে?
আরও একটা জীবন পেলেও আমি
এভাবেই থাকব এভাবেই ভেসে যাব
আমার স্বপ্ন ভাঙ্গছে
তুমি দেখে দেখে কাঁদবে জানি
কিন্তু আমার আর কী করার আছে বলো?
আমি আমার ছায়ার বাইরে
যাই কী করে তুমি বলো?