LYRIC
শিরোনামঃ ক্রমশ
কন্ঠঃ সাঞ্জয়
কথাঃ বাবনা
সুরঃ বাবনা
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা
ভেঙ্গে দেয় ঘুম ভেঙ্গে দেয় স্বপ্ন
কালবৈশাখী ঝড় আর ঐ নেকড়ের গর্জনে
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
সাজানো পৃথিবী যেন এলোমেলো জঞ্জাল
হায় হায় এ কোন দুনিয়ায় হায়
আসল আর মায়া বোঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যে ধায়
বিশ্বাসে সবই মিলায়
স্বপ্নই কেমন যেন প্রবল বাস্তব
মায়ার খেয়ালীতে বাস্তবতা কায়াহীন
বাস্তবতা কেমন যেন ধৃত স্বপ্ন
ঘুমের ভিতর ঘুম স্বপ্নের মাঝে স্বপ্ন
হায় হায় কত নিয়মে হায়
বাস্তবতা সে তো পরম কোন কিছু নয়
আপেক্ষিকতার ভূষণে বহুরূপী
যুক্তি থেকে বিশ্বাস নাকি বিশ্বাস থেকে যুক্তি
কে কার শেকড় কে কার ছায়া