LYRIC
শিরোনামঃ লাগ ভেলকি লাগ
কন্ঠঃ জোহান আলমগীর / শেখ ইশতিয়াক
সুরঃ ফুয়াদ
মুভিঃ আয়নাবাজি
এ কেমন আয়নাবাজি
কে কাস্টমার কে মাঝি?
মেলে নাকো অংক কারো
যাহাই চৌদ্দ তাহাই তেরো।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ
জীবন নামের এই ছবিতে
দুঃখ-সুখের নেই ফারাক।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ
দিনের ভেতর রাত ঢুকে যায়
ঘোর লাগা চোখ লাগবে তাক।
জেন্টেলম্যান ফকির প্রজা
এক ইশারায় বদলে রাজা
এক পলকে হায়রে হায়
কার ভূমিকায় কে চলে যায়?
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ
অদলবদল চলে
কীভাবে হিসাব মেলে?
কে মুখ আর কে মুখোশ
কে কথা কয় যে বলে?
আমরা কেন ডুবতে থাকি
ফুর্তি ভরা কাদার বাঁকে?
প্রশ্নবাণে বিদ্ধ ছবি
আঁকেরে কে আঁকে?
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ
জীবন নামের এই ছবিতে
দুঃখ-সুখের নেই ফারাক।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ
দিনের ভেতর রাত ঢুকে যায়
ঘোর লাগা চোখ লাগবে তাক।