LYRIC
শিরোনামঃ মানুষ ধর মানুষ ভজ
কন্ঠঃ বারী সিদ্দিকী
কথাঃ রশীদউদ্দিন আহমেদ
চলচ্চিত্রঃ শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালকঃ হুমায়ূন আহমেদ
মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন
মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগৎ লুটে
এই না পঞ্চভুতের ঘাটে
খেলিতেছে নিরঞ্জন
চৌদ্দতালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করেছে আসন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন
দুই ধারে দুই কঠোরা
হায়াৎ মউত মাঝখানে ভরা
সময় থাকতে খুঁজরে তোরা
নিকটেতে কালসময়
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূন্যখাঁচা থাকবে পড়ে
কে করবে আর তার যতন
মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন
তালাশে খালাশ মেলে
তালাশ করো রংমহলে
উঠিয়া হাবলঙের পুলে
চেয়ে থাকো সর্বক্ষন
দেখিবে হাবলঙের পুলে
দুই দিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশীদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন