LYRIC
শিরোনামঃ মাথা নিচু
কন্ঠঃ অর্ণব
কথাঃ সাহানা বাজপেয়ী
সুরঃ অর্ণব
অ্যালবামঃ রোদ বলেছে হবে
সবাই বলে এখুনি সময়
আমি বলি না কিছু
যুদ্ধে চলে যে যায় দাপটে
করে আছি মাথা নিচু
এভাবেই বুঝি দিন কেটে যাবে
রাতগুলো হবে বড়
এভাবেই বুঝি হঠাৎ বৃষ্টি
দুঃখ ঘোচায় আর কারো
কথার বেড়া গেঁথে দিয়ে গেছে
কবে কার কোন কবি
বলবার কিছু বাকি নেই আর
নিথর নিরব এ ছবি