LYRIC
শিরোনামঃ মিছিমিছি
কন্ঠঃ জন
কথাঃ ইমন জুবায়ের
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ উৎসবের পর
তুমি নেই, এটাই একমাত্র সত্য,
অন্য সত্যরাও আছে।
আমিও তাই মিছিমিছি আছি।
এই লুকোচুরি খেলা মুখোশ জগতে।
তুমিও চেয়েছিলে পাথরে ফুল ফোটাতে।
এখন মাঝরাত,
দুঃখী বালক কাঁদে।
তবুও হাঁটছে দ্যাখো শীতার্ত পথে।।