LYRIC

শিরোনামঃ মুঠোর রুমাল
কন্ঠঃ অন্তরা চৌধুরী/ শ্রীকান্ত আচার্য
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্য
সুরঃ শান্তনু মৈত্র
মুভিঃ অন্তহীন

যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
যেন গানের বাগান বাগান আকাশে নীল
যেন ঘুমের বনে বনে আসে হরিন
কিছু দূরে কিছু কাছে আলগোছে
কিছু দূরে সুরে সুরে ঘুরে ঘুরে
হুম…
গাছে গাছে তার কাছে চিঠি আছে

গোধূলি সন্ধ্যা দিল উদাসী দিন
পায়ে পায়ে আলপনা হল রঙিন
উদাস দিন হল রঙিন
ফেরিওয়ালা ডাক দিলো অচিনপুর
এলোচুলে নদী নামে সারা দুপুর
অচিনপুর, সারা দুপুর
ঝিকিমিকি কথা, আলোছায়া
বেপথু এ হাওয়া ঠিকানা চায়

Comments

SHARE

VIDEO