LYRIC

শিরোনামঃ নাগরদোলা
কন্ঠঃ তৌফিক ও ফয়সাল রদ্দি
কথাঃ তৌফিক ও ফয়সাল রদ্দি
সুরঃ তৌফিক ও ফয়সাল রদ্দি
অ্যালবামঃ রাজত্ব
ব্যান্ডঃ রাজত্ব

রাতেরই আধারে একাকি বসে আমি
ভেবেছি কথা যে শুধু তোমারই,
আমারই আঙ্গিনায় একটা শালিক দেখি
ঝড়েরই আঘাতে ঠিকানাবিহীন।

শুনতে কি পারো তুমি
বুঝতে কি পারো তুমি
দেখে দেখে অদেখা
নাদেখার ভান শুধু,
তেলে-জলে মিশ খায়,
জীবনতো বিষ চায়,
চলেনা নাগর দোলা
আশাহীন ভোর কভূ।

চলে যাব দূরে বহুদুরে,
সুদুরে কোথাও সব প্রোহোসন ভূলে,
এ মায়া জগতে ছন্দবিহীন আমি,
এ মায়া জগতে অনাকাংখিত আমি

শুনতে কি পারো তুমি
বুঝতে কি পারো তুমি
দেখে দেখে অদেখা
নাদেখার ভান শুধু,
তেলে-জলে মিশ খায়,
জীবনতো বিষ চায়,
চলেনা নাগর দোলা
আশাহীন ভোর কভূ।

Comments

SHARE