LYRIC
শিরোনামঃ নীলগিরি
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন ইমন
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ ব্ল্যাক
এই দ্যাখোনা আলোর মেলায়
পাখিদের প্রেম দুপুরবেলায়
দু’হাতে নাও এসব
এসব তো তোমারই
দূর থেকে শোনো ঝর্ণারই গান
দ্যাখো পাতার সবুজ অভিমান
এই দ্যাখোনা এই সন্ধ্যায়
জীবনের গভীর মায়া
দু’হাতে নাও এসব
এসব তো তোমারই
বিকেলের নরম রোদে
আমার ছায়া (নীলাভ) আকাশের তলে
ঝিরিঝিরি মৃদু স্রোত হ্রদের জলে…