LYRIC
শিরোনামঃ নকল চিনি
কথাঃ আনুশেহ আনাদিল
কন্ঠঃ আনুশেহ আনাদিল
ব্যান্ডঃ বাংলা
অ্যালবামঃ কিংকর্তব্যবিমূঢ়
এই কথা আমাদের জন্য
যারা বারে বারে ডেকে আনি যমকে
এই কথা আমাদের জন্য
যারা ফাঁদে পড়ে বেঁচি পরম দমকে।
আমরা আজব…
অজানাকে জানতে গিয়ে
অস্থিরতার বোঝা নিয়ে
স্পষ্ঠতাকে তুড়ে দিয়ে অন্ধকারে ডুব খাই
আমরা ব্যাকূল, আমরা যে ভুল
জেনেও সেই পথ চাই ।
নকল চিনির খেলা জটিল…
স্বর্গ পাওয়ার স্বপ্ন দেখায়
চোখ বন্ধ করে নরকে নেয়
কল্পনাতে ডুবিয়ে দেয়
তার নেশায় করে মগ্ন।
সত্য হঠাৎ জানতে পেলে…
কল্পনাটা ফেরত চেলে
ঠিকই একই আশায় ফেলে
মোদের করে নগ্ন…
এই নেশার জগত্ এতই ভোলায়
পাতালেতেই মনকে দোলায়
কাটলে নেশা যন্ত্রনাতে উদাসী মন
স্বপ্ন খোঁজে অগ্নি তাপে, অধর্য্য মন
অহং বেচে, নেশায় মজে।
কষ্ট একটু পেতেই হবে
না হয় চিনি শেষে মোদের খাবে
স্বপ্ন জগত্ মোদের শুধু
বর্তমানে সবাই রবে ।
আমরা জানি আমরা বোকা
আমরা খেয়েছি তার ধোকা
চাই কি এখন অন্য ওরা
এই জগত্ এ পড়ে ধরা
চাই না বোধ হয় এই সকলে
যারা পড়ি তার দখলে
তাই চলনা আমরা কজন
মনটা থেকে করি এ পণ
আজগুবি এই জগত্ মোদের
ছুঁতে যেন পায়না ওদের ।
সবাই সবার হাত ধরে রই
সবাই মিলে জয়ী হই
ঐ চিনির দেশে যাবে কে সে?
আমরা যদি ঘিরে রই!